বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপির উদ্যোগে হবিগঞ্জে ৭ শতাধীক খুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, তারেক রহমান নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে সঠিক ইতিহাস তোলে ধরতে চান৷ বাংলাদেশ শিক্ষিত জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে লক্ষ্যেই কাজ করছে বিএনপি। আমরা চাই না কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দলীয় ভেদাভেদ সৃষ্টি হউক। তারেক রহমানের উপহার সকল ধরনের শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা হচ্ছে।
পরে ৭ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা উপকরন প্রদান করেন জিকে গউছ৷