বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ পত্রিকা হকার ও সংবাদকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেছে হবিগঞ্জ পৌরসভা। গত রবিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
এসময় এমপি আবু জাহির বলেন, আমার এবং পৌরসভার উদ্যোগে এধরণের মানবিক সহায়তা ও সহযোগীতা সংবাদকর্মী এবং হকারদের মাঝে অব্যাহত থাকবে। করোনাকালে সংবাদকর্মী এবং হাকাদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু খুনি ও যুদ্ধাপরাধিদের বিচারের আওতায় এনেছেন কিন্তু এখনও আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন ব্যহত করার জন্য স্বরযন্ত্রকারীরা সোচ্ছার রয়েছে।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ পৌরসভার বিগত দিনে যেসব অনিয়ম দুনর্ীতি হয়েছে তা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ পরিবেশনের জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, টিভি জার্নালিষ্ট এসোশিয়েশনের সভাপতি মোঃ শাকিল চৌধুরী প্রমূখ।