০৪ মে ২০২১ তারিখে ২৫০ শয্যা সদর হাসপাতালে আগত রোগীদের সুবিধার্থে দুইটি হুইল চেয়ার প্রদান করেছে “তাসনুভা শামীম ফাউন্ডেশন”।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান এর উপস্থিতিতে হুইল চেয়ার দুইটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে তানসুভা শামীম ফাউন্ডেশন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) জনাব মর্জিনা আক্তার, ২৫০ শয্যা সদর হাসপাতালের আরএমও জনাব মোমিন উদ্দিন চৌধুরী, তাসনুভা শামীম ফাউন্ডেশনের সভাপতি জনাব মহসিন চৌধুরী, প্রতিষ্ঠানটির সদস্য জনাব শাহ জয়নাল আবেদীন রাসেল ও অন্যান্য সুধীজন।
জেলা প্রশাসক তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সাধারণ মানুষ যাতে সহজে স্বাস্থ্যসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।