সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান
” সততা ও নৈতিকতার মধ্য দিয়েই আমি কাজ করতে চাই ”
বিশেষ প্রতিনিধিঃ
আজ ৮ই মার্চ ২০২১ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান হবিগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন৷
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন তওহীদ আহমদ সজল, উপপরিচালক, স্থানীয় সরকার, মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিজেন ব্যানার্জী, পবন চৌধুরী, জেলা তথ্য অফিসারসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুূদ আলী ফরহাদ,সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক,মোঃ শাবান মিয়া,হারুনুর রশিদ চৌধুরী, এড.রুহুল হাসান শরীফ,মোঃ ইসমাঈল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক এড.শাহ ফকরুজ্জামান,প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন,সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ আহমেদ খান,ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত,নিউজনাউ২৪ এর জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ নিউজের সম্পাদক শরিফ চৌধুরী,আশরাফুল ইসলাম কহিনুর,জাকারিয়া চৌধুরী, প্রমূখ৷
সভায় নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- জেলা প্রশাসন যেমন কেন্দ্রীয় সরকারের অংশ,তেমনি সাংবাদিকরাও জেলা প্রশাসনের একটি অংশ৷ আপনাদের সহযোগিতা নিয়েই আমি হবিগঞ্জে কাজ করতে চাই৷
তিনি বলেন,নীতি-নৈতিকতা ও সততার দিক থেকে আমি অটল৷ আমার কোনো চাওয়া পাওয়া নেই৷ কোনো ম্যান্ডেট নিয়েও আমি আসিনি৷ আমি সততা ও নৈতিকতার মধ্য দিয়েই কাজ করতে চাই৷
হবিগঞ্জ শহরকে একটি নান্দনিক শহরে রুপান্তরিত করতে তিনি পুরাতন খোয়াই নদীটির ২০০ কোটি টাকার বরাদ্দের প্রকল্পটি দেখবেন বলেও আশ্বাস দেন৷
সামনে বর্ষা মৌসুমে খোয়াই নদীর বাঁধ ও জলাবদ্ধতা নিরসনে ব্যাপক পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানান৷
এ সময় হবিগঞ্জে কর্মরত সাংবাদিবৃন্দ নতুন জেলা প্রশাসকের কাছে হবিগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরেন তার মধ্যে পুরাতন স্বাস্থ্যখাতে অনিয়ম, খোয়াই নদীর উচ্ছেদ অভিযান, জলাবদ্ধতা, সুতাং নদীর বর্জ্য, বাঁধ সংস্কার, অবৈধ বালু উত্তোলনে অনিয়মসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে নতুন জেলা জেলা প্রশাসক ইসরাত জাহান পর্যায়ক্রমে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
নতুন জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন , বর্তমান সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ জনগণের সামনে তুলে ধরতে হবে।