জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জের লস্করপুরে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত

হবিগঞ্জের লস্করপুরে ট্রেনে কাটা পড়ে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মিনহাজ (৩) লস্করপুর গ্রামের মুরাদ মিয়ার ছেলে।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌছার আগেই শিশুটি মারা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শিশু মিনহাজ মঙ্গলবার সকালে বাড়ির পাশ্ববর্তী রেল লাইনে খেলছিল। সকাল ৯টার দিকে সিলেট থেকে ঢাকা গামী একটি কালনী ট্রেনে কাটা পড়ে।

এ সময় অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্বজনরা এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব‍্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।