হবিগঞ্জ জেলার বিভিন্ন চা বাগান ও সংরক্ষিত এলাকায় অনুমোদনহীনভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর “নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস” পাঠিয়েছে।
বেলা’র পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়, ২০১৩ সালের ২৩ জুন প্রকাশিত গেজেট অনুযায়ী হবিগঞ্জ জেলায় ২৩টি গেজেটভুক্ত সিলিকা বালুমহাল থাকলেও, ১৪৩১-১৪৩২ বাংলা সনে এসব মহাল ইজারা দেওয়া হয়নি। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে এসব এলাকাসহ আরও বহু স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, যা পরিবেশ ও জনজীবনের জন্য হুমকিস্বরূপ।
নোটিশে আরও উল্লেখ করা হয়, চুনারুঘাট উপজেলার সুতাং নদীর চাকলাপুঞ্জি, চান্দপুর বস্তি, বনগাঁও, দেউন্দি চা বাগানের বদরগাজী ছড়া, দারাগাঁও চা বাগান, রঘুনন্দন পাহাড়ের গাধাছড়া, খাসবাড়ি টিলা, দেওছড়া, ইছালিয়া ছড়াসহ বহু স্থানে নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পাহাড়-টিলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং আশপাশের রাস্তাঘাট, স্কুল, চা শ্রমিকদের বসতঘরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ঝুঁকি সৃষ্টি হয়েছে।
বেলার দাবি অনুযায়ী:
- এসব অননুমোদিত বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে হবে।
- গেজেটভুক্ত ২৩টি বালুমহাল বিলুপ্ত ঘোষণা করে তালিকা থেকে বাদ দিতে হবে।
- দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
- এবং ৭ দিনের মধ্যে গৃহীত পদক্ষেপ জানাতে হবে, নতুবা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেলার মতে, এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এখনও নির্বিচারে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।
নোটিশের মাধ্যমে বেলা জোরালোভাবে পরিবেশ, প্রতিবেশ এবং জনস্বার্থ রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।