নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে চম্পা বণিক (২২) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে।
সে পৌর শহরের চৌধুরী বাজার কামারপর্টি এলাকার নারায়ন বণিকের কন্যা এবং হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ৩য় বর্ষের ছাত্রী।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার (এসআই) পলাশ চন্দ্র দাস জানান, চম্পা বণিক নামে ওই কলেজ ছাত্রী সকলের অগোচরে গিয়ে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি আচ করতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। পরে পরীক্ষা নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরো জানান, কী কারণে ওই কলেজ করেছে তা এখনই বলা যাচ্ছে না। এ বিষয়ে পুলিশ তদন্ত চলাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে সন্ধ্যায় ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।