ছাত্র জমিয়ত বাংলাদেশ, হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে ২০২৪ সালের গৌরবময় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে জাতির জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিশেষভাবে স্মরণ করা হয় হবিগঞ্জ জেলার প্রথম যুব জমিয়ত নেতা শহীদ আকিনুর রহমান-এর আত্মত্যাগ। তাঁর প্রতি, এবং সারাদেশে শহীদ হওয়া অন্যান্য নেতা-কর্মীদের প্রতি দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগঘন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি ছাত্রনেতা মামুনুর রশিদ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সামিউল হক আজহার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মাওলানা আব্দুল করীম আজহার, সাধারণ সম্পাদক, জমিয়ত হবিগঞ্জ পৌর শাখা। মাওলানা মুহিবুর রহমান, জমিয়ত নেতা। মাওলানা শায়খূল ইসলাম, সাধারণ সম্পাদক, যুব জমিয়ত হবিগঞ্জ পৌর শাখা।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ ওয়াসিক বিল্লাহ হিব্বান। আর বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সদস্য মিনজাব ছাহাম, তানজিরুল ইসলাম, এবং পৌর ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান জেলা সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী। শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন সদস্যরা সংগঠনের আদর্শে অঙ্গীকারাবদ্ধ এবং আন্দোলনের প্রতি নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।
বক্তারা বলেন— “শহীদদের রক্তের ঋণ কখনো বৃথা যেতে পারে না। সেই আত্মত্যাগের প্রেরণায় আদর্শিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। ছাত্র জমিয়ত হবে ইনসাফভিত্তিক রাজনীতির অগ্রসেনানী।”