জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ‘জুলাই স্মৃতি ম্যারাথন’ — ডিসি, এসপি, সিভিল সার্জনসহ শতাধিক মানুষের পদচারণা

হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই পূর্ণজাগরণ ২০২৫” অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে একটি প্রতীকী স্মৃতি ম্যারাথন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় ধুলিয়াখাল চৌরাস্তা থেকে শুরু হয়ে ম্যারাথনটি শেষ হয় হবিগঞ্জের নতুন আধুনিক স্টেডিয়ামে।

এই আয়োজনে অংশ নেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সাধারণ জনগণ, শিক্ষার্থী, খেলোয়াড় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও এই প্রতীকী ম্যারাথনে সক্রিয় অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনটি ছিল ‘জুলাই শহীদ স্মরণ ও ঐক্যের’ অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।

ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,
“এই আয়োজন শুধু স্মৃতি বিজড়িত একটি কর্মসূচি নয়, এটি তরুণ সমাজকে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এক অনন্য উদ্যোগ।”

এ সময় শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।