হবিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে৷
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার ( ১২ আগষ্ট) সকাল ১১ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ, বৈষম্যহীন ও শোষনমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে শপথ পাঠ অনুষ্ঠান, বৃক্ষ রোপণ কর্মসূচী ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে৷ এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ” প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি “৷
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক একেএম আব্দুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: মঈনুল হক৷ বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস কমকর্তা মো: ওয়াহিদুর রহমান, হবিগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর প্রিন্সিপাল মো: আজহার আলী৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল বাকী৷ এসময় ” বৈষম্যহীন শোষনমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে শপথ পাঠ অনুষ্ঠিত হয়৷ দিবসটি উপলক্ষে যুব ঋনের চেক, সনদপত্র ও শ্রেষ্ঠ সংগঠকের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়৷ আলোচনা সভা শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গনে জুলাই গনঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ৩৬ টি বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়৷ একইসাথে যুব প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়৷ শেষে যুব প্রশিক্ষণ কেন্দ্রের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়৷