১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে উদযাপিত মহান বিজয় দিবস। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে হবিগঞ্জে ও পালন করা হয় দিবসটি ।
ভোর সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা । পরবর্তীতে সকাল ৭ টায় হবিগঞ্জ সদরের দুর্জয় হবিগঞ্জ স্মৃতি সৌধে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ ।
এ-সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার , হবিগঞ্জ জেলা সিভিল সার্জন এবং জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।
অপর দিকে একই সময়ে হবিগঞ্জ জেলা পরিষদের স্মৃতি সৌধ ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ার ।
এ-সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম ও কর্মকর্তা – কর্মচারী বৃন্দ ।
এরই প্রেক্ষিতে দোয়া , মোনাজাত এবং স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ ভাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান -এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং দোয়া – মোনাজাত অনুষ্ঠিত হয় ।
সকাল ৮ টায় জেলার স্টেডিয়ামে জাতীয় পতাকা উওোলন , বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় ।
এ-সময় স্বাধীনতার অঙ্গীকার অক্ষুন্ন রাখতে প্রবীণ মুক্তি যোদ্ধারা নবীন প্রজন্মের হাতে লাল-সবুজের পতাকা তুলে দেন ।
সকাল ১১ টায় জেলার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে বীর মুক্তি যোদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক , জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান , প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম , জেলা প্রশাসনের সকল কর্মকর্তা , পুলিশ সুপার , সদর উপজেলা নির্বাহী অফিসার ও বীর মুক্তি যুদ্ধাগণ।


