জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায়  শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।

আজ ১৪ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় দুর্জয় হবিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।

 

এ উপলক্ষে দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নুরুল হক টিপু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির ইতিহাসের এক নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। এ দিনে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা জাতির ভবিষ্যৎ ধ্বংসের ষড়যন্ত্রে প্রাণ হারিয়েছেন।

 

তিনি আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের চেতনা ও আত্মত্যাগকে জীবনে ধারণ করতে পারলেই একটি ন্যায়ভিত্তিক সমাজ ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

জেলা প্রশাসক বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। প্রশাসন সর্বদা জনগণের পাশে রয়েছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।