জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে প্রশাসনের অভিযানে মামলা ও জরিমানা

সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৪র্থ দিনে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় তৎপর ছিল প্রশাসনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া বিধি নিষেধ বাস্তবায়নে মাঠ পর্যায়ে অব্যাহত রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এছাড়া জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, রবিবার (৪জুলাই) বিকাল ৪টা পর্যন্ত সারা জেলায় ৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ১শত জন ব্যাক্তিকে বিভিন্ন অপরাধে ৭৮ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে সন্ধার পর হবিগঞ্জ শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মইন খান এলিছের নেতৃত্বে বিজিবির টহল ছিল চোখে পড়ার মত। রাত ৮টার পর মানুষের চলাচল, দোকানপাট খোলা রাখা এবং মোটরসাইকেলে করে চলাচলকারীদেরকে আইনের আওতায় এনে জরিমানা ও সর্তক করা হয়। এসময় বিজিবির সুবেদার আবু বকর উপস্থিত ছিলেন।