জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে মানবিক সহয়তা প্রদান

প্রধানমন্ত্রীর পক্ষে আজ জেলা প্রশাসন, হবিগঞ্জ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ সাংস্কৃতিক কর্মী ও অন্যান্য দুঃস্থ ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা প্রদান করে।

জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত কর্মসূচির মাধ্যমে আজ মোট ১২৬ জন ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান-এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) জনাব মর্জিনা আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর জনাব শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার জনাব শোয়েব শাত-ঈল ইভান, জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবুল ফজল, প্রখ্যাত শিল্পী জনাব আশিকুর রহমান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় জেলা প্রশাসক করোনা মহামারী মোকাবেলায় বিভিন্ন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।