বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম, হবিগঞ্জ এর বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৪-এ দারুণ সাফল্য অর্জন করেছে হবিগঞ্জ আদ-দ্বীন মডেল মাদ্রাসা। মাদ্রাসাটির ১৩ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১২ জন বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটির সুনামকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।
আজ (শনিবার) হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করে। এ অর্জনকে মাদ্রাসার মানসম্মত পাঠদান ও শিক্ষার্থীদের নিষ্ঠার উজ্জ্বল প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ওপর সমান গুরুত্ব দেওয়াই এই সাফল্যের মূল কারণ। ভবিষ্যতেও শিক্ষার্থীরা আরও বড় পরিসরে প্রতিযোগিতায় অংশ নিয়ে মাদ্রাসার মর্যাদা বৃদ্ধি করবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আদ-দ্বীন মডেল মাদ্রাসা — নৈতিকতা, জ্ঞান ও আধুনিকতায় অনন্য।