হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের ২০২৬ ইং সনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের তত্ত্বাবধায়ক ও বোর্ড কমিটির সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য সভাপতি হিসেবে কে. এম. আবু বকর, সাধারণ সম্পাদক হিসেবে মো: সিয়ামূল ছুরত প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: আব্দুল আল মোহাইমিন চৌধুরী নির্বাচিত হন।
হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের ২০২৫ ইং সনের সভাপতি মো: খলিলুর রহমান রুবেল ও সাধারণ সম্পাদক মো: জাকির খান স্বাক্ষরিত প্যাডে নবগঠিত এই কমিটি প্রকাশ করা হয়।
সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি প্রকাশ করা হবে।


