জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের ২০২৬ সালের নতুন কমিটি গঠন

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের ২০২৬ ইং সনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের তত্ত্বাবধায়ক ও বোর্ড কমিটির সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য সভাপতি হিসেবে কে. এম. আবু বকর, সাধারণ সম্পাদক হিসেবে মো: সিয়ামূল ছুরত প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: আব্দুল আল মোহাইমিন চৌধুরী নির্বাচিত হন।

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের ২০২৫ ইং সনের সভাপতি মো: খলিলুর রহমান রুবেল ও সাধারণ সম্পাদক মো: জাকির খান স্বাক্ষরিত প্যাডে নবগঠিত এই কমিটি প্রকাশ করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি প্রকাশ করা হবে।