জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

হবিগঞ্জ জেলা জমিয়তের কেন্দ্রীয় মিলনায়তন নুরুল হেরা কমপ্লেক্সে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়তের জেলা সভাপতি ওয়াসিক বিল্লাহ হিব্বান। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মিসবাহুজ্জামান ইকবাল।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— জেলা জমিয়তের সভাপতি মাওলানা মাসরুরুল হক,

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহীমুল হক,

জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহার,

অর্থ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ,

দপ্তর সম্পাদক মাওলানা জাহেদুল হক,

জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মামনুনুল হক,

জেলা যুব জমিয়ত নেতা মাওলানা শাহ হুমায়ুন কবির,

জেলা জমিয়তের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন ফারুক,

সদর উপজেলা জমিয়ত নেতা মাওলানা তৈয়বুর রহমান,

পৌর যুব জমিয়ত সভাপতি মুফতি এনামুল হক,

সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম চৌধুরী,

পুকড়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক,

জমিয়ত নেতা মাওলানা শামীম আহসান, মাওলানা জাবেদ আহমদ,

মুফতি মুহিবুর রহমান, মাওলানা তাফাজ্জুল হক,

মাওলানা কাউসার আহমদ,

পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সামিউর হক আজহার,

ছাত্রনেতা রাসেল আহমদ, মুহি উদ্দিন,

মাওলানা মুখলিছুর রহমান ও আবু সুফিয়ান প্রমুখ।

 

বক্তারা বলেন, “এটি জাতির জন্য একটি গভীর বেদনার মুহূর্ত। মহান আল্লাহর দরবারে আমাদের একান্ত প্রার্থনা, তিনি যেন এই শহীদদের কবুল করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন। আমাদের উচিত ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর ভরসা রেখে তাঁর দরবারে আরও বেশি করে দোয়া করা।”

 

মাহফিলে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।