১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের কম্পিউটার ল্যাব উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধিঃ উন্নত প্রযুক্তির আওতায় কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ও ডিজিটাল বাংলাদেশ গড়তে মেধার বিকাশ গঠনের লক্ষ্য নিয়ে হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের কম্পিউটার ল্যাব উদ্বোধন করলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

অভিভাবকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরনে সোমবার (২৭ মে) সন্ধ্যায় ফলক উন্মোচন ও ফিতা কেটে সংশ্লিস্ট স্কুলের দ্বিতীয় তলার একটি কক্ষে ৫টি কম্পিউটার চালুর মাধ্যমে এই ল্যাবটির কার্যক্রম আনুষ্ঠানিক সুচনা করেন তিনি।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মর্জিনা আক্তার, সংশ্লিস্ট স্কুলের শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন ও বিজ্ঞ এসিল্যান্ড সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ।

কে হচ্ছেন শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান?

তারপরপরই সংশ্লিস্ট স্কুল মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মুরাদ, এডিসি পাভেল, এডিসি মর্জিনা আক্তার ও সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন সহ সংশ্লিস্ট স্কুলের শিক্ষক-কর্মচারীগণ অংশ নেন।