হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে রিয়াজ উদ্দিন রিয়াজ (২৪) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরিবার চিন্তিত হয়ে পড়েছে।
সে শহরের ২নং পুল তেঘরিয়া আবাসিক এলাকার মোঃ আব্দুল কদ্দুছের পুত্র ও মিরপুর আলিফ সোবহান কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।
জানা যায়, গত ১৫ জুন সকাল অনুমান ৯ ঘটিকার সময় বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোথাও তাকে না পেয়ে তার পিতা ১৫ জুন রাতে হবিগঞ্জ সদর থানায় একটি জিডি করেছেন। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, রিয়াজকে উদ্ধারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।