জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ – ৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল এর প্রচারণা তুঙ্গে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ – ৪ ( মাধবপুর – চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল এর নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে । প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনির নির্বাচনী টিমের সদস্যরা ধানের শীষ প্রতীক এর পক্ষে ভোট চেয়ে প্রতিটি গ্রামে – মহল্লা, হাট বাজারে দোকান পাঠ , চা- বাগান শ্রমিকদের ঘরে ঘরে ব্যস্ত সময় পার করছেন। চলছে ব্যাপক গণসংযোগ , উঠান বৈঠক , লিফলেট বিতরণ , পথসভা ও নির্বাচনী মিছিল ।

সর্বস্তরের হাজার হাজার মানুষের অংশগ্রহণে নির্বাচন এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে । সৈয়দ মোঃ ফয়সল এর নেতৃত্বে বিএনপি কর্মী – সমর্থন কারী ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম, যুবক ও বয়স্কদের প্রথম বারের ভোটারদের মধ্যে তার প্রচারণা ব্যাপক চুনারুঘাট – মাধবপুর উপজেলায় সাড়া ফেলেছে ।

শিক্ষিত, ক্লিন ইমেজের এই প্রার্থী জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন । ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারে স্থান পেয়েছে শিক্ষা , স্বাস্থ্য , যোগাযোগ , কৃষি , দরিদ্র বিমোচন , শিল্পায়ন , তরুণ- তরুণী উদ্যোক্তা সৃষ্টি সহ মানবসম্পদ উন্নয়ন ।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কথা বলে জানা যায় , চা- শ্রমিক সহ গ্রামের পাড়া-মহল্লায় জনগণ পরিবর্তন চায়। তারা এবার এমন একজন প্রতিনিধি হিসেবে বেছে নিতে চান। যিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলা উন্নয়ন ও চা শ্রমিক সহ জনগণের কল্যাণে আন্তরিক ভাবে কাজ করবেন । অনেকেই মনে করছেন বিএনপি এবার এমন একজন প্রার্থীকে মনোনীত করেছে , যিনি দলীয় ও ব্যক্তিগত ভাবমূর্তিতে সর্বজন গ্রহনযোগ্য।

চুনারুঘাট উপজেলা সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন , সৈয়দ মোঃ ফয়সল শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজসেবক ও দূরদর্শী মানুষ । তার রাজনৈতিক চিন্তা ভাবনা তরুণ – তরুণী প্রজন্মকে অনুপ্রাণিত করে। দীর্ঘ দিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। নির্বাচিত হলে তিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলাকে একটি আধুনিক জনপদে রূপ দিতে পারবেন বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি ।

চুনারুঘাট মুড়ার বন্দ দরবার শরীফের খাদেম ও বিশিষ্ট ব্যবসায়ী রাজিব আহমেদ বলেন , সৈয়দ মোঃ ফয়সল একজন শিক্ষিত , ভদ্র ও পরিশ্রমী মানুষ । তার পরিবারের ইতিহাসই জনগণের সেবার ইতিহাস । আমি দেখেছি , তিনি ব্যক্তিগত লাভ-লোকসান না ভেবে মানুষের কল্যাণে কাজ করেন । এই জনপদের মানুষ এখন এমন একজন নেতার অপেক্ষায় আছে , যিনি দলমত নির্বিশেষে সবার পাশে দাঁড়াবেন। মাঠের যে সাড়া আমরা পাচ্ছি , তাতে মনে হচ্ছে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয় অবধারিত। এদিকে মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী শফিক আহমেদ চিশতী সফি বলেন , আমরা দেখেছি সৈয়দ মোঃ ফয়সল মাঠের মানুষ । তার নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা কাজ করছে । পৌর সভা ও ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেক গ্রামে পাড়া-মহল্লায় ও চা বাগানে সবাই ধানের শীষ প্রতীক এর পক্ষে কাজ করছেন ।

তিনি একজন সৎ , যোগ্য, সাহসী , আদর্শবান , সহজ-সরল সাদা মনের একজন প্রার্থী । ইনশাআল্লাহ এবারের নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন । তিনির প্রতি ওলি-আউলিয়াদের চায়ায় আল্লাহ যেন তিনিকে নির্বাচনে বিজয়ী করে দেন আমরা দোয়া করি । এর মধ্যে আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন আমরা তিনির জন্য দোয়া কামনা করি ।

মাধবপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য আলা উদ্দিন রনি বলেন , প্রার্থী প্রচারণায় প্রতিদিনই যোগ দিচ্ছেন নতুন মুখ । ব্যবসায়ী , শিক্ষক , কৃষক , শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবি মানুষ প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন ধানের শীষ প্রতি । সামাজিক যোগাযোগ মাধ্যমে ও চলছে ব্যাপক প্রচারণা । সেখানে তরুণ প্রজন্ম সৈয়দ মোঃ ফয়সল পাশে দাড়াচ্ছেন। আশাকরি লক্ষাধিক ভোটে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ ।

অপরদিকে ২৩ চা বাগানের সংগঠন এর লস্করপুর ভ্যালির সাবেক সভাপতি অবিরত বাকতি বলেন , মাধবপুর – চুনারুঘাট উপজেলার মানুষ এখন পরিবর্তনের হাওয়া অনুভব করছে । জনগণ বুঝে গেছে , উন্নয়নের নামে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়না। সৈয়দ মোঃ ফয়সল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ , যিনি কথার চেয়ে কাজে বিশ্বাস করেন । তিনি নির্বাচিত হলে এই মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় শিক্ষা , যোগাযোগ ,, কৃষি খাতে বিপ্লব ঘটাবেন । জনগণ তার পক্ষে একতাবদ্ধ হয়ে পড়ছে ।