৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হাজী আব্দুস সালামের ইন্তেকালে সর্বমহলের শোকপ্রকাশ

আব্দুর রউফ আশরাফঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক প্রবীণ ওয়ার্ড মেম্বার হাজী আব্দুস সালাম ১৫ মে ২২ রাত ১০. ৪০ মিনিটের সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি হলদারপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী সালিশি ছিলেন। তিনি রাজনৈতিকদল হিসাবে দীর্ঘদিন বিএনপির ওয়ার্ড ও ইউনিয়নের নিরলস দায়িত্বশীল কর্মী ছিলেন। ৭ নং বড়ইউড়ি ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। জামিয়া হলদারপুর মাদরাসার ম্যানেজিং কমিটির দীর্ঘদিনের সভাপতি ছিলেন।

জীবনের শেষ প্রান্তে তিনি মুসল্লিয়ান ও ধর্মভীরুদের কাছে একজন নিভৃতচারী আল্লাহভক্ত মুসল্লি ছিলেন। জামিয়া হলদারপুর মাদরাসা, মসজিদের একনিষ্ঠ খাদেম ও দায়েমী মুসল্লি ছিলেন। তাবলীগ জামাতের আমীর ছিলেন।

তিনি প্রায় বৎসরখানেক পূর্বে তাবলীগ জামাতের নিছবতে চিল্লা লাগাতে যান। চিল্লা থাকাবস্থায় স্ট্রোক করেন। দীর্ঘদিন শয্যাশায়ী অবস্থায় ইন্তেকাল করেন। আমরণ অন্যায় অনৈতিক অনইসলামিক কার্যাকাপের বিরোদ্ধে সোচ্চার ছিলেন।

সমাজের সর্বত্র তার ভূমিকা প্রশংসনীয়। মরহুম হাজী আব্দুস সালামের ইন্তেকালে এলাকাবাসী শোকে কাতর।

আজ ১৬ মে দুপুর ২.১৫ মিনিটের সময় জামিয়া হলদারপুর ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অসংখ্য আলেম-উলামা, সমাজসেবক রাজনৈতিক ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়।

মরহুম হাজী আব্দুস সালামের জানাজায় বক্তব্য রাখেন বানিয়াচং-আজমিরিগঞ্জের এমপি আব্দুল মজিদ খান, বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ আহমদ, বিএনপির উপজেলার সিনিয়র সভাপতি মোস্তফা আল হাদী, বানিয়াচং উপজেলার সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, লুৎফুর রহমান, শায়খুল হাদীস ইমাম উদ্দীন, মোহাম্মদ আফজল, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মাসুদ খান, মাওলানা শিব্বির আহমদ, আব্দুস সালামের ছোট্র ছেলে সোহেল আমীন, হাজী আব্দুস সালামের বড় ছেলে রাজনৈতিক ব্যবসায়ী আলেম রুহুল আমীন ইন্ডিয়া থেকে ভিডিও কনফারেন্স উপস্থিত মুসল্লিয়ানদের উদ্যেশ্যে অভিব্যক্তি পেশ করেন এবং সবার কাছে তার পরিবার ও বাবার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।

হাজী আব্দুস সালামের ইন্তেকালে বানিয়াচং-আজমিরিগঞ্জের এমপি আব্দুল মজিদ খান শোকপ্রকাশ করেন। এদিকে বানিয়াচং-আজমিরিগঞ্জের বিএনপির নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন তার দলীয় প্রতিনিধির মাধ্যমে শোকবার্তায় শোক প্রকাশ করেন।

এলাকাবাসীসহ ইউনিয়ন ও উপজেলার বরেণ্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান।