জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

১৭ শহীদের পূণ্যভূমি হবিগঞ্জে রিফাত রশিদের আগমন, বর্ষপূর্তি অনুষ্ঠান কাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক রিফাত রশিদ আগামীকাল ২১ জুলাই ২০২৫ ইং, সোমবার হবিগঞ্জে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই জেলার তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

 

রিফাত রশিদের হবিগঞ্জ সফরকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার সাথে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম।

এই উপলক্ষে আয়োজিত প্রধান অনুষ্ঠানের স্থান নির্ধারণ করা হয়েছে জেলা পরিষদ অডিটোরিয়ামে।

 

অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। আয়োজকরা জানিয়েছেন, এই বর্ষপূর্তি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের একটি প্রতীকী প্রকাশ।

 

তারা বলেন, ১৭ শহীদের পূণ্যভূমি হবিগঞ্জে এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে সচেতনতা, সংগঠনের প্রতি অঙ্গীকার ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে।