১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে বাসের ধাক্কায় সিএনজি খাদে পড়ে চালক নিহত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় মামুন পরিবহনের ধাক্কায় সিএনজি খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েক যাত্রী ।

এ ঘটনায় বিক্ষোব্ধ জনতার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কররাও ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। পরে হাইওয়ে থানা পুলিশ ধাওয়া করে শেরপুরে মামুন পরিবহনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়৷
আটক মামুন পরিবহন গাড়ির নম্বর ( ঢাকা মেট্রো- ব-১৫-৫৮০৮)৷

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম ফজলু মিয়া ( ২৫)৷

নিউজনাউকে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মাঈনুল ইসলাম৷

তিনি জানান, সিএনজি চালিত অটোরিকশা মহাসড়কে চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এরপরও কিছু সিএনজি মহাসড়কে ধাপিয়ে বেড়াচ্ছে। আজকে ওই সিএনজিটি মহসড়কে হাইওয়ে পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাওয়ার সময় মহসড়কের বাম দিক থেকে মামুন পরিবহনের একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়৷ মামুন পরিবহন এর গাড়িটি বর্তমানে শেরপুর হাইওয়েতে আটক আছে৷

এদিকে, ঘটনার পর বিক্ষোব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে৷ । এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। মহাসড়ক অবরোধের কারণে রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে অনেক্ষণ৷ পরে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে৷