জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা শিপন খান (২৭) নিহত হয়েছেন।

বুধবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মাধবপুর-চুনারুঘাট সড়কে এদূর্ঘটনাটি ঘটেছে। নিহত শিপন খান চুনারুঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও চুনারুঘাট পৌর শহরের বড়াইল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিপন খান দুই সহপাঠীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মাধবপুর উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে তেলিয়াপাড়া চা বাগান গেইটের সামনে একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। এঘটনায় নিহতের দুই সহপাঠী আহত হয়েছেন। এঘটনার খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও বিজিবি সদস্যরা পিকআপ ভ্যানটি আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করেন।

চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেেেছন।