হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালাল নির্মূলে আবারও অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, নিবার্হী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ ইব্রাহিম ও সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি অপারেশন দৌস মোহাম্মদসহ একদল পুলিশ এ অভিযানে সহযোগীতা করে। তাৎক্ষনিক হাসপাতালের জরুরী বিভাগ থেকে দালালীর অভিযোগে নিপন দাস (১৯) নামে এক যুবককে আটক করা হয়। সে নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামের কাজিনাথ দাসের পুত্র। পুলিশের জিঞ্জাসাবাদে সে জানায় গত ১৫ দিন ধরে হাসপাতাল সংলগ্ন জনতা ফার্মেসীর কর্মচারী হিসেবে কাজ করে আসছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে ফার্মেসীর কতিপয় মালিকরা কমিশনের মাধ্যমে দালাল নিয়োগ করে রাখছে। দালালরা জরুরী বিভাগে রোগীরা আসলে তাদের হাতে থাকা ব্যবস্থাপত্র নিয়ে টানা-হেচড়া করে। এ নিয়ে পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, দালালদের বিরুদ্ধে রেড এলার্ড ঘোষনা করা হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।
জনপ্রিয় ৫ সংবাদ
আরো কিছু সংবাদ
Previous article
Next article