জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ইটভাটা ভাঙ্গার মাত্র ৩০ মিনিট পর মেরামত শুরু

হবিগঞ্জের সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর নামক স্থানে অবস্থিত দীর্ঘ এক যুগ ধরে অবৈধভাবে চলা ভরসা ইটভাটা ভেঙ্গে দেয়ার আধা ঘন্টার মধ্যেই ভাঙ্গা অংশ মেরামতের কাজ শুরু করে দিয়েছে ইটভাটা মালিকের লোকজন। অবৈধভাবে চালিয়ে যাওয়া ভরসা ইটভাটার মালিকদের কুটির জোর কোথায় প্রশ্ন উঠেছে জনমনে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শাখাওয়াত হোসেন রুবেল ও বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

অভিযানের সময় ভরসা ইটভাটার কিলিংয়ের একটু জায়গা এসকাবেটর দিয়ে ভেঙ্গে দিয়েই অভিযান সমাপ্ত করা হয়।

অভিযান শেষ করে কর্মকর্তারা বাহির হবার আধা ঘন্টার মধ্যেই কিলিং মেরামতের কাজ শুরু করে দিয়েছে ইটভাটার মালিক ও শ্রমিকরা। সাথে চলছে ইট পুড়ানোর কাজও। অন্যদিকে রেজার লোকজন কাচা ইট বোঝাইও করছে কিলিংয়ের ভিতর।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শাখাওয়াত হোসেন রুবেল বলেন, আমরা চুলার মুখ ভেঙ্গে দিয়েছি শুধু চুলার ভিতরে ডুকানো মালগুলিই পুড়বে। যদি নতুন করে তৈরি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে ।