মোঃতোফাজ্জল : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডদের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চুনারুঘাট উপজেলার উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল সামাদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মুক্তিযোদ্ধার সন্তান জনাব শেখ নাজমুল হক।
উক্ত আলোচনা সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক, আলহাজ্ব আজিজুর রহমান ছুরক আলী সাহেবের সুযোগ্য পুত্র ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, চুনারুঘাট উপজেলা শাখা সদস্য সচিব মোহাম্মদ রোমন ফরাজী। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


