সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ শায়েস্তাগঞ্জ থানায় যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এর সাথে শায়েস্তাগঞ্জ উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। রবিবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে নবাগত অফিসার ইনচার্জ শায়েস্তাগঞ্জকে জুয়া, জঙ্গীবাদ, মাদকসহ অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দও সমাজ থেকে অপরাধ মূলক কার্যকলাপ বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।
উক্ত সভায় ভক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ হুমায়ন কবির, সহ-সভাপতি মো: জমির আলী, সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, যুগ্ম সম্পাদক অপু দাশ, মুজাম্মেল হোসন, সাহাব উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজাল আলী রুস্তম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সভাপতি আব্দুর রকিব, সাংবাদিক কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, সাধারণ সম্পাদক আ: সালাম মজনু, যুগ্ন সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান ডিউক।
এসময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) আল মামুন, এসআই কাউছার মাহমুদ তরুণ, এসআই হামিদুর রহমান, এএসআই জসিম উদ্দিন প্রমুখ।