জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মনোহরদীতে কলেজ ছাত্রের আত্মহত্যা

আমিনুল ইসলামঃ নরসিংদীর মনোহরদীতে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আসিফ আহমেদ শুভ (১৮) নামে এক কলেজছাত্র। গতকাল শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে খিদিরপুর ইউনিয়ন এর চরসাগরদী গ্রাম এ ঘটনা ঘটে।

নিহত শুভ চরসাগরদী গ্রামের মরহুম রইছ উদ্দীনের বড় ছেলে ও খিদিরপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ২০১৮ সালে খিদিরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে সে।

শনিবার আনুমানিক দুপুর ১ টার দিকে ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।সংবাদ পেয়ে মনোহরদী থানা থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে লাশ পোস্ট মর্টেম করার থানায় পাঠানো হয়েছ।

এ বিষয়ে তাঁর পরিবারের সাথে যোগাযোগ করলে,মরহুমের ভাই বলেন,আমরা তাঁর মৃত্যুর কারণ আমাদের কাছে অজানা।তাই তাঁর মৃত্যুর জন্য আমর কাউকে দায়ী করছি না।