হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে মামলা করায় জহুর চান বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আতর আলীর স্ত্রী জহুরা খাতুন বাদি হয়ে প্রতিবেশী বেশ কয়েকজনের নামে জানমালের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা করেন। এর পর থেকে উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে উঠে।
গত ২০ ফেব্রুয়ারি দুপুরে উল্লেখিতরা দেশীয় অস্ত্র নিয়ে জহুর চানের বাড়িতে হামলা, ভাংচুর চালায়। বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।