আজ সকাল ৮ ঘটিকায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে জেলা প্রশাসন হবিগঞ্জ ও বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে হবিগঞ্জ জেলার বঙ্গবন্ধু ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যারাথনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এই ম্যারাথনে অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বিজিবির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ক্রীড়াবিদসহ জেলার সর্বস্তরের মানুষ।
ম্যারাথনে অংশগ্রহণকারীগণ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন হতে দৌড় শুরু করেন এবং হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে ৫ কিমি ব্যাপী ম্যারাথন সম্পন্ন করেন।