হবিগঞ্জের বানিয়াচংয়ে গাজা পাচারের সময় থানা পুলিশের হাতে আটক এক ব্যাক্তিকে ভ্রাম্যমান কোর্টে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত মোঃ মাহমুদ মিয়া(৪৫) বানিয়াচং উপজেলার ৪ নম্বর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের মুত বুদাই উল্লার পুত্র।
৮ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বানিয়াচং থানার সামনে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করার সময় মাহমুদ মিয়া নামক এক ব্যক্তিকে থানা পুলিশ আটক করে। আটক করার পর তার দেহ থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি‘র ভ্রাম্যমান কোর্টে মাহমুদ মিয়াকে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমান কোর্ট উপযুক্ত প্রমানাদি পেয়ে আসামীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এ ব্যাপারে সহকারী কমিমনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি‘র সাথে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


