জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লকডাউনের ৩য় দিনে ৬৪ টি মামলায় ৬৪ জনকে অর্থদন্ড

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ১২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা না মানায় ৬৪ টি মামলায় ৬৪ জনকে ৩৮১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লকডাউনের ৩য় দিনে ৬৪ টি মামলা

বিজ্ঞপ্তিতে বলাহয় হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে মোট ১২ (বারো) টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সর্বমোট ৬৪ (চৌষট্টি) টি মামলার মাধ্যমে ৬৪ (চৌষট্টি) জন ব্যক্তিকে মোট ৩৮,১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

লকডাউনের ৩য় দিনে ৬৪ টি মামলা

তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান আছে।