বিশেষ প্রতিনিধিঃ
হঅবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান আজ আজমিরিগঞ্জ উপজেলার হাওড়ে বোরো ধান কর্তন কার্যক্রম এবং কয়েক শ্রেণীর ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে কৃষকদের সাথে সাক্ষাৎ করেন এবং নির্ধারিত সময়ে তাদের ধান কাটতে অনুরোধ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে বলে তিনি কৃষকদের আশ্বাস দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,আজমিরিগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিন্টু চৌধুরী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ জনাব তমিজউদদীন খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব উত্তম কুমার দাশ, সহকারী কমিশনার জনাব নাভিদ সারওয়ার, ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমিরীগঞ্জ জনাব নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব রাজীব সরকার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী।


