বাহুবলের মানবকল্যান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণের ১৫ দিন পর অবশেষে লস্করপুর ইউনিয়নের চানপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সেই সাথে অপহরণকারী শুভ আহমেদ (১৮) কেও আটক করা হয়েছে। সে ওই গ্রামের মুদ্দত আলীর পুত্র। এ ঘটনাটি নিয়ে এলাকায় বেদজ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার সকাল ১০টায় সদর থানার এসআই আব্দুর রহিম গোপন সংবাদের ভিত্তিতে চানপুর গ্রামে অপহরণকারীর বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
সদর থানার ওসি মাসুক আলী জানান, ছাত্রীর মা শেফা আক্তার নিখেঁাজ জিডিতে উল্লেখ করেন গত ১৫ এপ্রিল তার কন্যা ৭ম শ্রেণির ছাত্রী (১৪) স্কুল থেকে আসার পথে কে বা কারা তার কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও কললিষ্টের সূত্র ধরে নিশ্চিত হয় ওই ছাত্রী মুদ্দত আলীর বাড়িতেই আছে।
ওসি আরও জানান, আজ ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পরে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।