বিগত ৮ এপ্রিল ২০২১ খ্রিস্টাদ্ধে রাত ১০.৪০ ঘটিকায় বানিয়াচং থানাধীন ১নং বানিয়াচং ইউপির অন্তর্গত বারোরা পুতার সামনে একাধিক মানুষকে জিম্মি করে একদল ডাকাত ডাকাতি সংঘটিত করে।
উক্ত ঘটনায় বানিয়াচং থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। মামলার তদন্তকালে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম) দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অফিসার ইনচার্জ বানিয়াচং থানা এমরান হোসেন ও তদন্তকারী কর্মকর্তা এস আই মহিন উদ্দিন এর সমন্বয়ে একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে বানিয়াচংয়ের নন্দীপাড়া গ্রামের ডাকাত মোঃ সাজন মিয়া (২২) পিতা আরব আলী ও সোনাই মিয়াকে গ্রেফতার করেন।
ডাকাত সাজন মিয়া ডাকাতির ঘটনায় জড়িত মর্মে স্বীকা করে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।