জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে এফবিসিসিআই এর সুরক্ষা সামগ্রী তুলে দিলেন মোতাচ্ছিরুল ইসলাম

কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষার জন্য হবিগঞ্জ এর বিভিন্ন দোকান মালিক সমিতি, মার্কেট ব্যাবসায়ী এবং পরিবহন মালিক শ্রমিক সংগঠনের মাঝে মাস্ক বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়।

শনিবার (১৭ জুলাই) দুপুরে হবিগঞ্জে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের হাতে করোনা মহামারী প্রতিরোধক এসকল সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও চলতি দ্বায়িত্ব জেলা প্রশাসক) মিন্টু চৌধুরী, এফবিসিসিআই এর পরিচালক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এসময় বক্তাগণ বলেন, দেশের এই করোনা মহামারীর ক্রান্তিলগ্নে এফবিসিসিআই সকল মানুষের পাশে থেকে কাজ করবে। দেশের উন্নয়নের জন্য অবদান রাখবে। তাছাড়া দেশের মানুষের জন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি সামর্থবান ব্যাক্তিকেও এগিয়ে আসতে হবে।