হবিগঞ্জ-আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সরকারি নির্দেশণা অমান্য করে অতিরিক্ত ভাড়া ও যাত্রী নিয়ে চলছে সিএনজি অটোরিকশা।
এ কারণে গতকাল সকাল ৮ টার দিকে সিএনজির মধ্যেই স্ট্রোক করে ফয়জুল ইসলাম (৫০) নামের এক বনকর্মকর্তা মারা গেছেন। তিনি আজমিরীগঞ্জ বনবিভাগে কর্মরত ছিলেন।
গতকাল শুক্রবার সকালে আজমিরীগঞ্জ থেকে হবিগঞ্জ আসার জন্য রওয়ানা দেয়। কিন্তু ওই সিএনজিতে অতিরিক্ত যাত্রী ছিল।
বানিয়াচং আসার পর তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হলে চালককে সিএনজি থামাতে অনুরোধ করেন। কিন্তু চালক বেপরোয়া গতিতে সিএনজি চালিয়ে আসে। তখন তিনি ফোনে তার এক সহকর্মীকে বিষয়টি জানান।
পরে অন্য যাত্রীরা সিএনজিটি থামান এবং ফয়জুল ইসলামকে নামিয়ে মাথায় পানি ঢালেন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
অন্য একটি সিএনজি দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি নেত্রকোনা জেলা সদরের কাবিলপুর গ্রামের বাসিন্দা।