জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে অস্রসহ ২ বনদস্যু র‌্যাবের হাতে আটক

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই বনদস্যুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে অস্রসহ গোলা বারুদ উদ্ধার করা হয়।

২৮ অক্টোবর ভোর আনুমানিক ৩.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীরগাঁও ইউনিয়নের কালেঙ্গা গ্রামের পঞ্চবটী সেগুন বাগানের হুগলীছড়া টু রশিদপুর বিট গামী ত্রিমূখী মাটির কাঁচা রাস্তার উপর হইতে দুইজন অস্ত্রসহ বনদস্যু আটক করেছে র‌্যাব।

আটককৃত ব্যক্তিরা উপজেলার ইসলামপুরের মৃত নজির আলীর ছেলে হোসেন আলী (৫৫), মধ্যরাণী গ্রামের মৃত আলী আহমদের ছেলে মোঃ আলা উদ্দিন (৪০)।

চুনারুঘাটে-অস্রসহ-২-বনদস্যু-র‌্যাবের-হাতে-আটক

এসময় তাদের কাছ থেকে ১টি শোটার গান, ১টি পাইপ গান এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত আসামীদেরকে অস্র আইনে মামলা দায়ের পূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।