হবিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী৷
সভায় উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), হবিগঞ্জ, পুলিশ সুপার, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেমিনারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তার অধিকার সমন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তা হয়রানির শিকার হলে অভিযোগ দায়েরের বিষয়েও আলোচনা করা হয়।