হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানগন শপথ গ্রহণ করেন। তাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম।
পরে বিকেল ৩টায় মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতা’য় ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৯৯ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন।
শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মইন। এসময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও নবনির্বাচিত চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।