শায়েস্তাগঞ্জ পৌর জাতীয়পার্টির (জাপা) সভাপতি, পুরান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যক্স) সাবেক সভাপতি ও সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদের পিতা হাজী মো. আব্দুল কাইয়ুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকাল ৭টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা এলাকায় অবস্থিত নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাদ আসর নামাজে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছেন।
জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাপা নেতা এমএ মুনিম চৌধুরী বাবু, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা ও আইনজীবী হুমায়ুন কবীর সৈকত, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, হাজী মো. আব্দুল কাইয়ুম প্রায় দুই বছর ধরে কিডনীজনিত অসুস্থতায় ভোগছিলেন। প্রায় তিন মাস ধরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানী ঢাকার স্কয়ার, ল্যাব এইড ও কিডনী ফাউন্ডেশনে তাঁর চিকিৎসা চলছিল।