বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষের মামলায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহি কমিটির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ সহ হবিগঞ্জ জেলা বিএনপি ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও সদস্য সচিব প্রার্থী সৈয়দ আশরাফ আহমেদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ এর পরিচালনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
উক্ত বিক্ষোভ ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, মোঃ চান মিয়া, সেকুল আহমেদ, অন্তর মাহমুদ, আশরাফুর রহমান রাকি, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল নেতা ইমন আহমেদ, মুস্তাফিজ রহমান, শামিম তরফদার, পলিটেকনিক কলেজ ছাত্রদল নেতা এস এম বায়জীদ, সিহাব ইসলাম, পৌর ছাত্রদল নেতা তাওহীদুল ইসলাম, সৌরভ আহমেদ, ইসমাঈল মিয়া, দিনাজ আহমেদ, তানজিল রহমান, সদর থানা ছাত্রদল নেতা আহমেদ রোমান, রনি আহমেদ, রিমন মিয়া, মোঃ নাসিমুল ইসলাম, মোঃ নূর আলম, মোঃ অপূর্ব নূর সহ প্রমুখ নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী সৈয়দ আশরাফ আহমেদ সহ নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া ও জি কে গউছ সহ সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তির দাবি জানান। অন্যথায় হবিগঞ্জ জেলা ছাত্রদল রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে কারাবন্দি নেতৃবৃন্দকে মুক্ত করার হুশিয়ারি দেন।