লাখাইর বিভিন্ন হাটবাজার এ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা কমিটির পথসভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) দেশে নিত্যপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজার এ দিনব্যাপী পথসভা অনুষ্টিত হয়েছে।
উপজেলার বুল্লাবাজার, কালাউক বাজার, বামৈ বাজার সহ বিভিন্ন হাটবাজারের জনবল্হল স্থানে এ পথসভা অনুষ্টিত হয়।
দুপুরবেলা লাখাইর বুল্লাবাজার চৌরাস্তায় অনুষ্টিত পথসভা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ কমিটির সাধারন সম্পাদক পিযুষ চক্রবর্তী, সহসভাপতি আহাদ মিয়া, হবিগঞ্জ পৌর কমিটির সেক্রেটারি বিষ্ণু সরকার, মন্জিল মিয়া, বন্ধন রায় প্রমুখ।
সভায় বক্তাগন নিত্যপন্যের মূল্য বৃূদ্ধি রোধে জনগনের ভোগান্তিতে অসন্তোষ প্রকাশ করেন।নিত্যপন্যের মূল্য বৃূদ্ধির প্রতিবাদে জনগনকে সোচ্চার হওয়ার আহবান জানান।