মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ:
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, জলসুখা কে. জি. পি উচ্চ বিদ্যালয়, নোয়াগড়, মাধবপাশা, দক্ষিণ আটপাড়া, পাটুলীপাড়া এবং জলসুখা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৯০ জন বানভাসিদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় জলসুখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ খেলু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, উপজেলার বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ ৭০০ পরিবারের মধ্যে চাল, ডাল, লবণসহ ১৪ কেজি পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।