হবিগঞ্জের লাখাইয়ে প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের অনুপস্থিতিতে উদযাপিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। এ নিয়ে চলছে নানামুখী আলোচনা।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ কালে দায়িত্বশীল সংবাদ কর্মীগণ জানান, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা লাখাইয়ে যোগদানের পর থেকে অদ্যবধি গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক কোন পরিচয় পর্ব বা মতবিনিময় করেননি। এ ছাড়া কোন সংবাদ প্রকাশের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নিত সরকারি অফিসিয়াল নির্ধারিত নাম্বারে বারবার ফোন দিলে বেশির ভাগ সময় ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় না। বিশেষ করে সরকারের স্বার্থসংশ্লিষ্ট যেমন সরকারি খাল, নদী-নালা দখল ও সরকারি মূল্যবান সম্পত্তি বেঁধকলের বিষয়ে বক্তব্য নেওয়ার ক্ষেত্রে বক্তব্য নেওয়া সম্ভব হয়ে ওঠে না। বর্তমানে জমির টপ সয়েল কেটে বিক্রি ও অবৈধভাবে মাটি উত্তোলন নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।
গত ২৬ শে (মার্চ) বুধবার লাখাই উপজেলা প্রশাসন কর্তৃক গণমাধ্যম কর্মীদের অনুপস্থিতে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের মধ্যে চলছে বিভিন্ন আলোচনার ঝড়।জাতির চতুর্থ স্তম্ভ সংবাদ কর্মী বিহীন জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন করা অনুচিত বলে মনে করেন সচেতন মহল।