হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সড়াইল আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের হবিগঞ্জ-লাখাই অংশ বাদ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে সদর ও লাখাই উপজেলার ৮ ইউনিয়নের হাজারো মানুষ।
আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ৬৬১.৮৮ কোটি টাকার প্রকল্পের আওতায় পুরো সড়ক প্রশস্তকরণের কথা থাকলেও, হবিগঞ্জ অংশ বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই সড়কটি উন্নয়ন হলে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেট বিভাগের দূরত্ব ৪০ কিমি কমে যাবে, বাড়বে অর্থনৈতিক গতি ও কর্মসংস্থান।
তারা বলেন, প্রতিদিন অর্ধলক্ষাধিক যানবাহন ও লাখো মানুষ এই সড়ক ব্যবহার করে। এটি হবিগঞ্জসহ অন্তত ৪টি জেলার মানুষের যোগাযোগ, কৃষি, শিল্প ও ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বারবার হবিগঞ্জের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রকল্প থেকে হবিগঞ্জ-লাখাই অংশ বাদ দেয়া হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে, প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে।
মানববন্ধনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ লাখাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।