জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে অভিনব কায়দায় থান কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৫৭ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নারায়নপুর এলাকা থেকে অভিনব কায়দায় থান কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। এ সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

গত বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে মাধবপুর নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর এলাকার টঙ্গীর মোড় থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো মাধবপুর মির্জাপুর এলাকার বাসিন্দা মোঃ জহুর উদ্দিনের ছেলে মোঃ মনির (৪৭), ও একই এলাকার বাসিন্দা মোঃ আব্দুল মজিদ ছেলে মোঃ সাইদুর রহমান (৩৬)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি বিশেষ দলের অভিযানে থান কাপড়ে মোড়ানো কয়েকটি বস্তা থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।