জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে ছাগলে গাছ খাওয়া নিয়ে ঝগড়া ; নিহত ১ আটক ৩

হবিগঞ্জের লাখাই উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের কিল-ঘুষিতে মহিবুর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের পশ্চিম পাড়া নয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

নিহত মহিবুরের বোন ইয়াসমিন বেগম জানান , মহিবুর হোসেনের বাড়ির গাছ চাচাতো ভাই দুদুমিয়ার ছাগলে খেয়ে ফেলে। এ নিয়ে মহিবুর হোসেন বাধা দিলে দুদু মিয়া, তার স্ত্রী রুকিয়া বেগম (৩৫), মেয়ে তাহমিনা বেগম (২০), ও তাহমিনা বেগমের স্বামী আফজল মিয়া মিলে তাকে কিল-ঘুসি মারেন। এতে মহিবুর হোসেন ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। হবিগঞ্জ যাওয়ার পথে দুপুর আনুমানিক ১টার দিকে বামৈ বাজারের কাছে এলে মহিবুর হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মহিবুর রহমানের মৃত্যুর পর স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় নিহত মহিবুর রহমানের স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এলাকার বিভিন্ন লোক মুখে শোনা যাচ্ছে,নিহত মহিবুর হোসেনের মা, বোনকে বিভিন্ন ফলোবন দেখিয়ে প্রকৃত হত্যার ঘটনাকে আড়াল করার চেষ্টা করে যাচ্ছে ঘাতক ও হত্যাকারীরা। তরিগরি করে গ্রামের মাইকে স্টক করে মৃত্যু হয়েছে বলে ঘোষণা দিয়ে দাফন করার চেষ্টা করেছিল। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধলু মিয়ার স্ত্রী সেলিফা বেগম, শহীদ মিয়ার ছেলে তাউস মিয়া এবং জমশূ মিয়ার ছেলে সাদ্দাম মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।