জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুর-শাশুড়ি পলাতক

হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে লিপি রাণী সরকার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিষপান করে অসুস্থ হওয়ার দুই দিন পর গত মঙ্গলবার (১৫ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় নিজ ঘরে বিষপান করেন লিপি। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ মনে হওয়ায় তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। তবে রাতেই তার অবস্থার অবনতি ঘটলে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

মৃত্যুর পর তার মরদেহ ময়নাতদন্ত শেষে স্বামীর বাড়িতে আনা হলে সনাতন ধর্মীয় রীতিতে দাহ করা হয়। তবে এর আগেই তার স্বামী গুপেন্দ্র সরকার ও শ্বশুর-শাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়ে যান। ঘটনার পর থেকে এলাকাজুড়ে চলছে নানা গুঞ্জন ও রহস্যের গন্ধ।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।